নিষেধাজ্ঞার সমস্ত অজুহাত দূর করতে চায় ইরান
নিষেধাজ্ঞার সমস্ত অজুহাত দূর করতে চায় ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞার সমস্ত কারণ বা অজুহাত দূর করতে চায় তার দেশ। ইরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে এ প্রচেষ্টা চালাবে তেহরান।
তুরস্কের ইস্তাম্বুল শহরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জাওয়াদ জারিফ গতকাল (শুক্রবার) এ কথা বলেন। তিনি জানান, সংলাপের মাধ্যমে ইরান নিষেধাজ্ঞার সব অজুহাত দূর করতে চায়।
তিনি আরো বলেন, পশ্চিমারা ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কারণে তেহরান শুধু আত্মনির্ভরশীলই হয়েছে। তবে জনগণের ওপর যে চাপ তৈরি হয়েছে তা নিরসনের জন্য দু’পক্ষেরই উচিত সমাধানের একটা পথ বের করা।
গত বৃহস্পতিবার ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক হয়েছে। এছাড়া, আগামী ৭ ও ৮ নভেম্বর জেনেভায় আবার দু’পক্ষ পরমাণু ইস্যুতে সংলাপে বসবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন