জায়নবাদী সৈন্যদের সাথে সংঘর্ষ ; হামাসের ৪ যোদ্ধার শাহাদাত

জায়নবাদী সৈন্যদের সাথে সংঘর্ষ ; হামাসের ৪ যোদ্ধার শাহাদাত

 

জায়নবাদী সৈন্যদের সাথে সংঘর্ষ ; হামাসের ৪ যোদ্ধার শাহাদাত


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পৃক্ত শহীদ ইজ্জুদ্দীন কাসসাম ব্যাটালিয়নের পক্ষ হতে প্রকাশিত এক বিবৃতিতে এ বাহিনী’র ৪ সদস্যের শহীদ হওয়ার সংবাদ সত্যায়িত করা হয়েছে। জাযনবাদী ইসরাইলি বাহিনী’র সাথে খান ইউনুসের পূর্বাঞ্চলে এক সংঘর্ষে তারা শহীদ হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে জায়নবাদী ইসরাইলের সামরিক বাহিনী খান ইউনুসের পূর্বাঞ্চলে প্রবেশ করে বিপুল পরিমাণে কামানের গোলা বর্ষণ করেছে। পাশাপাশি সম্প্রতি উদঘাটিত হওয়া ইসলামি প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন গোপন টানেলকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।
জানয়বাদী ইসরাইলি স্থল বাহিনী’র ৬টি গাড়ী গতকাল মধ্যরাতে খান ইউনুস প্রদেশের পূর্বাঞ্চলে প্রবেশ করে এবং আকাশ হতে ইসরাইলি বিমান ব্যাপক গুলিবর্ষণের মাধ্যমে স্থল বাহিনীকে সাপোর্ট দিতে থাকে। এছাড়া জায়নবাদী ইসরাইলের ট্যাংক হতে বিভিন্ন এলাকাকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়।
শহীদ কাসসাম ব্যাটালিয়ন ঐ বিবৃতিতে এ দলের ৩ জন যোদ্ধার শহীদ হওয়ার কথা সত্যায়িত করে উল্লেখ করেছে, ঐ ৩ যোদ্ধার নাম হল, খালেদ মুহাম্মাদ জুমআহ আবু বাকার (৩৫), মুহাম্মাদ রাশিদ হুসাইন দাউদ (২৬) ও মুহাম্মাদ ইসাম উমার কাস্সাস (২৩)।
উল্লেখ্য, জায়নবাদী সৈন্যরা গত বৃহস্পতিবার খান ইউনুসের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে ‘রবি বারকা’ নামক এক হামাস সদস্যকে হত্যা করেছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন