কারাবালায় পৌঁছার পূর্বে আত্মঘাতী সৌদি সন্ত্রাসী দল গ্রেফতার
কারাবালায় পৌঁছার পূর্বে আত্মঘাতী সৌদি সন্ত্রাসী দল গ্রেফতার
কারবালার যায়ের (যেয়ারতকারী) ও আযাদারদের ওপর আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্যে ইরাকে প্রবেশকারী আত্মঘাতী সৌদি সন্ত্রাসীদের একটি দলের সদস্যদেরকে গ্রেফতার সংবাদ দিয়েছে ইরাকের নিরাপত্তা বিভাগের কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের দৈনিক আল-মানার বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) এ সংবাদ ফাঁস করে লিখেছে: ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন মহররম মাসে কারবালায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে সৌদি আরব থেকে আগত একটি সন্ত্রাসী দল ইরাকে প্রবেশ করে। কিন্তু গন্তব্যে পৌঁছার পূর্বেই তারা নিরাপত্তা বাহিনী’র হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা ইরাকিদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী অভিযানে সৌদি আরবের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ইরাকের বিশেষ বাহিনী’র কমান্ডার ফাদেল বারাওয়ারী এ তথ্য প্রকাশ করে বলেন : বিভিন্ন আরব দেশ হতে আগত ৪ সহস্রাধিক আত্মঘাতী সন্ত্রাসী ইরাকে আত্মঘাতী হামলা চালিয়েছে। তিনি আকার-ইঙ্গিতে এ কথা বুঝিয়ে দেন যে, নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ জনগণের ওপর গণহত্যা চালাতে এ হচ্ছে আরব ভাইদের বিশেষ আবিস্কার।
তিনি আরো বলেন : উল্লিখিত সংখ্যক আত্মঘাতী সন্ত্রাসীদের মাঝে সৌদি আরবের নাগরিক হচ্ছে ৩০০ জন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন; এদেশ হতে ২৫০ জন বিভিন্ন সন্ত্রাসী অভিযানে অংশগ্রহণ করেছে।
তিনি নিজের ফেইস বুক ওয়ালে লিখেছেন : আমাদের আরব ভাইয়েরা তাদেরই ভাইদেরকে হত্যা করছে। কিন্তু তারা কিছু কিছু অঞ্চলে ইহুদিদের লজ্জাজনক ষড়যন্ত্র, তাদের উপস্থিতি এবং ইরাকের জনগণ হত্যায় তাদের পরিকল্পনার কথা বেমালুম ভুলে গেছে।
ইরাকি এ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সিরিয়া হতে যে সকল সন্ত্রাসী দল ইরাকে প্রবেশ করে আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা চালায়, সংখ্যাগত দিক থেকে তারা সৌদি আরব ও ইয়েমেনের পর তৃতীয় স্থানে রয়েছে। মিশর হতে আগত ৯৯ জন, তিউনিশিয়ার ৪৪ জন, লিবিয়ার ৪০ জন যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।
তিনি আরো জানিয়েছেন : কাতার, সংযুক্ত আরব আমিরা ও বাহরাইন হতে ২০ জন আত্মঘাতী সন্ত্রাসী ইরাকে প্রেরণ করা হয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন