হিজাব পরেই পার্লামেন্টে উপস্থিত হলেন তুরস্ক পার্লামেন্টের ৪ নারী সাংসদ
হিজাব পরেই পার্লামেন্টে উপস্থিত হলেন তুরস্ক পার্লামেন্টের ৪ নারী সাংসদ
কুনিয়া অঞ্চলের সাংসদ ‘গুলাই সামাঞ্জু’, কাহারমান মারাশ অঞ্চলের সাংসদ ‘সাওদা বায়াযিত কাচার’, মারদিন অঞ্চলের সাংসদ ‘গুনুল বেকিন শাহকুলু’ এবং ডেনিযলি অঞ্চলের সাংসদ ‘নূরজান দালবুদাক’ প্রকাশ্যে ইসলাম হিজাব পরে এদেশের জাতীয় সংসদে উপস্থিত হন।
তুরস্কের রিপাবলিকান পিপল’স পার্টির নেতা কামাল কিলিচদার উগলু ছিলেন একমাত্র বিরোধিতাকারী। তিনি ক্ষমতাসীন জাস্টিস এ্যন্ড ডেভেলপমেন্ট পার্টির বিরুদ্ধে ইসলামি হিজাবকে রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন।
সম্প্রতি তুরস্কের প্রধানমন্ত্রী রাজাব তায়েব এর্দোগান কর্তৃক প্রদত্ত এক নির্দেশে ‘অফিস-আদালতে কর্মরত নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা’ বিষয়ক আইনের সংশোধন করে ঐ আইনকে বাতিল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে তুরস্কের বিলুপ্ত ‘রেফাহ’ পার্টি সমর্থিত সাংসদ মারওয়া কাভাকচি এদেশের জাতীয় সংসদে ইসলামি হিজাব পরে উপস্থিত হওয়ার কারণে বামপন্থী সোশ্যাল ডেমোক্রাট দলের প্রতিনিধিদের তুমুল বিরোধিতার মুখে পড়েন এবং শপথ অনুষ্ঠন শেষ হওয়ার পূর্বে তাকে পার্লামেন্ট হতে বের করে দেওয়া হয়।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন