‘বিদেশি নেতাদের মনোভাব জানতে আড়িপাতে আমেরিকা'

‘বিদেশি নেতাদের মনোভাব জানতে আড়িপাতে আমেরিকা'


আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থা- ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, বিদেশে মার্কিন গোয়েন্দা ততপরতা চালানোর প্রধান লক্ষ্য হলো বিদেশি নেতাদের মনোভাব ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত হওয়া।

বিশ্ব নেতাদের ওপর মার্কিন আড়িপাতার বিষয়কে নির্লজ্জভাবে সমর্থন করে তিনি হাউজ ইন্টেলিজেন্স কমিটিতে এ বক্তব্য দিয়েছেন। ইউরোপে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন শীর্ষনেতার টেলিফোনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) আড়িপেতেছে বলে সম্প্রতি খবর ফাঁস হয়ে যাওয়ার পর হাউজ ইন্টেলিজেন্সের এক শুনানিতে এ কথা বলেন জেমস ক্ল্যাপার।

একই সঙ্গে বিদেশি নেতাদের ওপর আমেরিকার নির্বিচার আড়িপাতা ও গোয়েন্দা ততপরতা চালানোর কথাও অস্বীকারের চেষ্টা করেন তিনি। ক্ল্যাপার বলেন, বিদেশে গোয়েন্দা ততপরতা চালানোর 'বৈধ' কারণ ছাড়া কারো বিরুদ্ধে আমেরিকা আড়িপাতে না এবং আড়িপাতা ও গোয়েন্দা ততপরতা মাধ্যমে আইন লঙ্ঘন করা হয়নি। তিনি আমেরিকার গোয়েন্দা ততপরতা ও আড়িপাতাকে আইনসঙ্গত বলে দাবি করে বলেন, এ বিষয়ে কঠোর নজরদারি করা হয়।

এ ছাড়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে এনএসএ’র আড়িপাতার যে খবর প্রকাশিত হয়েছে তাকে সরাসরি ‘মিথ্যা’ বলে অভিহিত করেন তিনি।

আড়িপাতা ও গোয়েন্দা ততপরতা সংক্রান্ত খবর ফাঁস হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন যখন নজিরবিহীন বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে তখন এ শুনানি অনুষ্ঠিত হলো।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন