ইয়েমেনে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ-গুলি
ইয়েমেনে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ-গুলি
ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শেষ বেলায় মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণের পর বাপক গুলি বর্ষণের এ ঘটনা ঘটে।
এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। কোনো ব্যক্তি বা সংগঠন বিস্ফোরণ ও গুলি চালানোর দায়িত্ব স্বীকার করেনি।
কথিত আল-কায়েদা সন্ত্রাসীদের হামলার আশংকায় গত আগস্ট মাসে ইয়েমেনে মার্কিন দূতাবাসসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।
ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য দেশটির জনগণ মাঝেমধ্যেই মার্কিন-বিরোধী বিক্ষোভ করে থাকে। এছাড়া, মার্কিন ড্রোন হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে যার মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। চলতি বছর এবং গত বছরের ছয়টি ড্রোন হামলায় মারা গেছে ৫৭ জন বেসামরিক নাগরিক। এসব ঘটনায় ইয়েমেনবাসীর মাঝে মার্কিন বিরোধী তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন