লিবিয়ায় অর্থবাহী গাড়ি থেকে সাড়ে ৫ কোটি ডলার লুট

লিবিয়ায় অর্থবাহী গাড়ি থেকে সাড়ে ৫ কোটি ডলার লুট


লিবিয়ার একদল বন্দুকধারী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থবাহী একটি গাড়িতে হামলা চালিয়ে ৫ কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। গাড়িতে দেশি ও বিদেশি দু’ধরনের মুদ্রা ছিল বলে লিবিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

খবরে আরো বলা হয়েছে, সিত্রে শহরের বিমানবন্দর থেকে শহরে ঢোকার পথে অর্থবাহী গাড়িটিকে ১০ ব্যক্তি থামাতে বাধ্য করে। রাজধানী ত্রিপোলি থেকে সিত্রে শহরের দুরত্ব তিনশ’ কিলোমিটার এবং বিমানযোগে এ অর্থ সেখানে নেয়া হয়েছিল।

অর্থবাহী গাড়ির সঙ্গে যেসব নিরাপত্তা কর্মী ছিল তারা বন্দুকধারীদের রুখতে ব্যর্থ হয়। সিত্রে পরিষদের প্রধান আবদেল ফাত্তাহ মুহাম্মাদ এ ডাকাতির ঘটনাকে পুরো লিবিয়ার জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

এদিকে, গত জুলাইয়ে সিত্রের দু’টি ব্যাংকে ডাকাতি করে ৫ লাখ লিবিয় দিনার লুটে নিয়েছিল দুর্বৃত্তরা। লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শেষ ঘাঁটি ছিল সিত্রে।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন