আমেরিকার আকাশে উড়ছে রুশ সামরিক বিমান
আমেরিকার আকাশে উড়ছে রুশ সামরিক বিমান
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে,আন্তর্জাতিক ‘ওপেন স্কাই’ চুক্তির ভিত্তিতে রুশ সামরিক বিমান মার্কিন আকাশে পর্যবেক্ষণ চালাবে। আজ থেকে এ অভিযান শুরু হয়েছে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
রাশিয়ার পরমাণু অস্ত্রের বিপদ হ্রাস সংক্রান্ত জাতীয় কেন্দ্রের প্রধান সের্গেই রিযকভ বলেছেন, রুশ পর্যবেক্ষকরা টিইউ-১৫৪এম এলকে-ওয়ান মডেলের বিমান নিয়ে আমেরিকার আকাশে পর্যবেক্ষণ ততপরতা চালাবে। ক্যালিফোর্নিয়ার বিমান ঘাঁটি থেকে এ ততপরতা চালানো হবে। রুশ বিমান বিমান ঘাঁটি থেকে উড়ার পর সর্বোচ্চ ৪২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
২০০২ সালের ‘ওপেন স্কাই’ চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো একে অপরের আকাশে টহল দিতে পারে। এর মাধ্যমে বিভিন্ন স্থানের ছবি তুলতে পারে ও তথ্য সংগ্রহ করতে পারে। পারস্পরিক সামরিক উত্তেজনা নিরসন ও আস্থা-বিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়েছে। এ পর্যন্ত বিশ্বের ৩৪টি দেশ এ চুক্তিতে সই করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন