সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চায় ইরান:রুহানি

সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চায় ইরান:রুহানি


ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ায় চলমান সংকটের রাজনৈতিক সমাধান চায় তেহরান।

সিরিয়া বিষয়ক আরব লীগ ও জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে আজ (রোববার) এক বৈঠকে একথা বলেছেন রুহানি।তিনি সহিংসতা পীড়িত সিরিয়ায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ওপর জোর দেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এরইমধ্যে উপসংহারে পৌঁছেছে যে, সামরিক উপায়ে সিরিয়ার চলমান সমস্যার সমাধান করা যাবে না -এটি একটি আশার দিক।

ইরানের প্রেসিডেন্ট আশা করেন, সিরিয়ায় আবার স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসবে এবং তেহরান এ বিষয়ে কোনো ধরনের সুযোগ নষ্ট করবে না। তিনি জানান, সিরিয়া ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইতিবাচক ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আসন্ন জেনেভা সম্মেলনে যদি এ ধরনের উদ্যোগ নেয়া হয় তাহলে ইরান তাতে দ্বিমত করবে না বরং ইরান একে তার নিজের জন্য এবং আঞ্চলিক ও প্রতিবেশি দেশগুলোর জন্য লাভজনক বলে মনে করে।

বৈঠকে লাখদার ব্রাহিমি বলেন, জেনেভা সম্মেলনে ইরানের উপস্থিতির বিষয়টি তিনি সবসময় সমর্থন করে এসেছেন। এ সম্মেলনে ইরান উপস্থিত থাকুক আর না থাকুক তেহরান সবসময় সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে নিজ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন