রাসায়নিক অস্ত্র ধ্বংসের পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করল সিরিয়া
রাসায়নিক অস্ত্র ধ্বংসের পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করল সিরিয়া
সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ধ্বংসের পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করেছে। হেগভিত্তিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডাব্লিউ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ওপিসিডাব্লিউ'র এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সময়ের তিন দিন আগেই এ পরিকল্পনা পেশ করেছে সিরিয়া। এ পরিকল্পনার ওপর ভিত্তি করে সিরিয়ার ঘোষিত রাসায়নিক অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র উতপাদনের স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসের কর্মসূচি হাতে নেয়া হবে।
এ ঘোষণাপত্রের সঙ্গে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের একটি সাধারণ পরিকল্পনাও পেশ করা হয়েছে এবং ওপিসিডাব্লিউ’র নির্বাহি পরিষদ এটি খতিয়ে দেখবে। ওপিসিডাব্লিউ’র দলটি আগামী ১ নভেম্বর পর্যন্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করার উপায় খুঁজে বের করার জন্য সিরিয়ায় পরিদর্শন চালাতে পারবে।
গত ৬ অক্টোবর থেকে এ দলটি সিরিয়ায় কাজ করে যাচ্ছে। তারা এ পর্যন্ত রাসায়নিক অস্ত্র ব্যবহারের বেশ কিছু যন্ত্রপাতি অকেজো করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন