বাগদাদের ৮ এলাকায় ৯টি বিস্ফোরণ ; ১৬১ জন হতাহত
বাগদাদের ৮ এলাকায় ৯টি বিস্ফোরণ ; ১৬১ জন হতাহত
ইরাকের অফিশিয়াল ওয়েব সাইট ‘আইন’ জরুরী এক সংবাদে জানিয়েছে যে, (রোববার, ২৭শে অক্টোবর) বাগদাদের হুররিয়াহ, শোয়াব, তালিবিয়া, সাবউল বাওর, আবু দাশির, মুশতাল, নাহরাওয়ান ও বাইয়া অঞ্চলে ৯টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
রাজধানী বাগদাদের উল্লিখিত অঞ্চলসমূহে ১টি করে এবং নাহরাওয়ান অঞ্চলে দু’টি বোমার বিস্ফোরণ ঘটে।
বিশ্বস্ত এ সূত্রের ভাষ্য অনুযায়ী এ সকল বিস্ফোরণ ১৬১ জন বেসামরিক লোক হতাহত হয়েছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এতে ৪১ জন শহীদ এবং ১২০ জন আহত হয়েছে।
ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, হতাহতদের সকলে ছিল শিয়া সম্প্রদায়ের।
এদিকে প্রাথমিক রিপোর্টে হতাহতের সংখ্যা ১৬১ জন ঘোষণা করা হলেও প্রাণহানীর সংখ্যা বাড়তে পারে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে হাসপাতাল সূত্র।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন