মার্কিন সেনা থাকলে নির্বাচন বয়কট: আফগান তালেবান

মার্কিন সেনা থাকলে নির্বাচন বয়কট: আফগান তালেবান


আফগানিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে তালেবানরা। আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার না করলে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা করেছে তারা
পাকিস্তানের কোয়েটা সফরে গিয়ে আফগান তালেবান নেতা মাওলানা আব্দুল আজিজ এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তালেবান এবং কোনো ইসলামপন্থী দল প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবে না।” মাওলানা আজিজ জানান, কোয়েটায় অবস্থানরত আফগান নাগরিকরা যাতে ওই নির্বাচনে অংশ না নেয় সে জন্য তাদেরকে প্রভাবিত করতেই তিনি পাকিস্তান সফর করছেন।
এদিকে, তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা মুহাম্মাদ ওমরও তার সমর্থকদের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি এ নির্বাচনের বিরুদ্ধে জনমত গঠন করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।
২০১৪ সালের ৫ এপ্রিল আফগান প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। আবার আগামী বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারেরও কথা। তবে, আমেরিকা চাইছে ২০১৪ সালের পরও আফগানিস্তানে কয়েক হাজার সেনা রাখবে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন