গুপ্তচরবৃত্তি: এবার মার্কিন রাষ্ট্রদূত তলব করল স্পেন

গুপ্তরচরবৃত্তির অভিযোগে এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করছেন স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিনো রাজোয়। তিনি বলেছেন, স্পেনের ওপর মার্কিন গুপ্তরচবৃত্তি হয়েছে কিনা সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই তবে মার্কিন দূতকে তলব করলে তিনি বিস্তারিত তথ্য পাবেন।

 গুপ্তচরবৃত্তি: এবার মার্কিন রাষ্ট্রদূত তলব করল স্পেন

গুপ্তরচরবৃত্তির অভিযোগে এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করছেন স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিনো রাজোয়। তিনি বলেছেন, স্পেনের ওপর মার্কিন গুপ্তরচবৃত্তি হয়েছে কিনা সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই তবে মার্কিন দূতকে তলব করলে তিনি বিস্তারিত তথ্য পাবেন।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর স্পেন এ ঘোষণা দিল। ইউরোপীয় ইউনিয়নের ওই সম্মেলনে মার্কিন গুপ্তরবৃত্তি কেলেংকারির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।
এদিকে, নয় সদস্যের একটি প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনার জন্য আমেরিকা সফরে যাচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়ন আজ (শুক্রবার) ঘোষণা দিয়েছে। আগামী ২৮ অক্টোবর প্রতিনিধিদলটি ওয়াশিংটন যাবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের মোবাইল ফোনে আড়িপাতা এবং ইউরোপের নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তির জবাব পেতে তারা এ সফরে যাচ্ছেন।
এর আগে, জার্মানি ও ফ্রান্স একই অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। জার্মান চ্যান্সেলর মারকেল বলেছেন, যদি গুপ্তচরবৃত্তির অভিযোগ সঠিক প্রমাণিত হয় তাহলে তা হবে বিশ্বাসভঙ্গের মারাত্মক নজির এবং এ ধরনের ঘটনা শিগগিরি বন্ধ করতে হবে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন