ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রেড লাইন, এটা অব্যাহত থাকবে: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রেড লাইন, এটা অব্যাহত থাকবে: ইরান


ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির উপ-প্রধান মানসুর হাকিকাতপুর বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের ন্যায্য অধিকার এবং কোন অবস্থাতেই এ অধিকারের বিষয়ে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেছেন, 'ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হচ্ছে ইরানের রেড লাইন। দেশের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ওপরই আমরা জোর দিচ্ছি।'
তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে আমরা আমাদের অর্জন বলে মনে করি। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার সময়ও ইরানি প্রতিনিধি দল এ বিষয়ের ওপর জোর দেবেন বলে তিনি জানান।
গত ১৫ ও ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বৈঠক হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ওই বৈঠককে ফলপ্রসু বলে উল্লেখ করেছেন। উভয় পক্ষই আবারো আগামী ৭ ও ৮ নভেম্বর জেনেভায় বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে।
রাশিয়া,চীন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিকে নিয়ে ৫+১ গ্রুপ গঠিত হয়েছে। এই গ্রুপকে ছয় জাতিগোষ্ঠী নামেও অভিহিত করা হয়।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন