রোহিঙ্গাদের ওপর সহিংসতা বৃদ্ধি: হুমকিতে মিয়ানমারের সংস্কার প্রক্রিয়া'

রোহিঙ্গাদের ওপর সহিংসতা বৃদ্ধি: হুমকিতে মিয়ানমারের সংস্কার প্রক্রিয়া'


জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান সহিংসতা মিয়ানমারের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে।
মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস ওজেয়া কুইনটানা এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মিয়ানমারে মুসলিম বিরোধী মনোভাব বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মুসলমান বিদ্বেষী মনোভাবের বিস্তার রোধ এবং হুমকির মুখোমুখি সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে রক্ষা করতে দেশটির সরকারের আরো ততপর হওয়া উচিত।
তিনি বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে মুসলিম বিরোধী মনোভাবের ব্যাপক বিস্তার ঘটেছে এবং এ মনোভাব দেশটির সংস্কার প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। রাখাইন প্রদেশে ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত দু’বছর ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে উগ্র বৌদ্ধরা হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। এসব হামলা ও সহিংসতায় এ পর্যন্ত হাজার হাজার মুসলমান নিহত এবং বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা মিয়ানমারে মুসলমানদের ওপর উগ্র বৌদ্ধদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কিন্তু মিয়ানমারের ঘটনাবলীর ওপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি।
মিয়ানমারের ছয় কোটি জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা মাত্র চার শতাংশ এবং বহু বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছে। কিন্তু তারপরও তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি মদদে উগ্র বৌদ্ধদের হামলার মুখে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মিয়ানমার ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকেই রোহিঙ্গা মুসলমানরা বৈষম্যের স্বীকার হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন