ইরান প্রসঙ্গে ইসরাইল ও সৌদি আরবের একই সুর
ইরান প্রসঙ্গে ইসরাইল ও সৌদি আরবের একই সুর
ইহুদিবাদী ইসরাইলের বিচারমন্ত্রী জিপি লিভনি বলেছেন,ইরান প্রসঙ্গে তেল আবিব এবং রিয়াদ একই ভাষায় কথা বলছে এবং একই নীতি গ্রহণ করেছে।
ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেছেন লিভনি। তিনি বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করতে হলে কি করা উচিত এ নিয়ে সৌদি আরবের কথা যদি কেউ শোনেন তাহলে তার কাছে কথাগুলো খুবই পরিচিত মনে হবে। কারণ, ইরান নিয়ে আরবিতে যা বলা হয় একই শব্দাবলী এর আগে বহুবার হিব্রু ভাষায় (ইসরাইলের রাষ্ট্রভাষা) বলা হয়েছে।”
ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আরব দেশগুলো ইচ্ছে করলে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে একটি ‘অক্ষশক্তি’ গড়ে তুলতে পারে।
ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। এ ছাড়া, রিয়াদ প্রকাশ্যে তেল আবিবের সমর্থনে কোনো কথা বলে না। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সৌদি আরবকে কখনো জোর সমর্থন জানাতে দেখা যায়নি। আর এবার ইসরাইলের একজন মন্ত্রীর বক্তব্যে ইরান প্রসঙ্গে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মিলের বিষয়টি ফুটে উঠলো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন