এখনই ইরান-বিরোধী নতুন নিষেধাজ্ঞা নয়: শেরম্যান

এখনই ইরান-বিরোধী নতুন নিষেধাজ্ঞা নয়: শেরম্যান


ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমেরিকা। এ কথা জানিয়েছেন মার্কিন পরমাণু আলোচক ওয়েন্ডি শেরম্যান।

মার্কিন রাজনৈতিক বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি গতকাল (শুক্রবার) বলেছেন, ইরান ও আমেরিকা এ মুহূর্তে পারস্পরিক সমঝোতার পথে রয়েছে। সে কারণে এখন দেশটির বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ১৫ ও ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু আলোচনা হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল- আগামী ৭ ও ৮ নভেম্বর দু’পক্ষ আবার আলোচনায় বসবে। তবে তার আগে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে মিলিত হবে ইরান ও ছয় জাতিগোষ্ঠী। চীন, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও জার্মানি হচ্ছে ছয় জাতিগোষ্ঠীর সদস্য।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন