দামেস্কের গ্রামে ৪১ সন্ত্রাসী নিহত: ইসরাইলি অস্ত্র উদ্ধার
দামেস্কের গ্রামে ৪১ সন্ত্রাসী নিহত: ইসরাইলি অস্ত্র উদ্ধার
সিরিয়ার সরকারি সেনাদের কয়েকটি অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছে। দামেস্কের আল উতাইবা হ্রদের কাছে একটি এলাকায় আল-কায়েদার সমমনা আন-নুসরা ফ্রন্ট ও কথিত আল-ইসলাম ব্রিগেডের ৫০ জনেরও বেশি সদস্য গতকাল (শুক্রবার) সরকারি সেনাদের এক হামলার শিকার হয়। তাদের মধ্যে ৪১ জন নিহত ও প্রায় ১০ জন আহত হয় বলে বার্তা সংস্থা সানা জানিয়েছে।
পূর্ব গুউতা এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় সন্ত্রাসীদের ওপর ওই হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা আন নাশাবিয়াহ এলাকা থেকে মিদা এলাকার দিকে পালিয়ে যাচ্ছিল।
সন্ত্রাসীদের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইলের নির্মিত ট্যাংক-বিধ্বংসী কিছু রকেট, রকেট-চালিত-গ্রেনেড লাঞ্চার ও বিকেসি মেশিনগানসহ বেশ কিছু অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে সরকারি সেনারা। হতাহত সন্ত্রাসীদের মধ্যে সৌদি, কাতারি ও ইরাকি নাগরিকও রয়েছে বলে একজন সিরিয় ফিল্ড কমান্ডার জানিয়েছেন।
তাল ত্রিরিহ কানাকির সড়কে অন্য এক অভিযান চালিয়ে সরকারি সেনারা বেশ কিছু সন্ত্রাসীকে হতাহত করেছে এবং ট্যাংক বিধ্বংসী মাইন, অটোমেটিক রাইফেল, বিকেসি মেশিনগান এবং আরপিজি লাঞ্চারসহ এক ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে।
এর আগে সিরিয় সেনারা দামেস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত হাতিতাত আত তারকোম্যান শহরটি দখল করে। এই শহর দখলের ফলে সরকারি সেনারা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগকে নিরাপদ করতে সক্ষম হয়েছে।
এদিকে গতকাল সুক ওয়াদি বারাদা এলাকায় একটি মসজিদের কাছে এক গাড়িবোমা হামলায় অন্তত কুড়ি জন নিহত ও কয়েক ডজন বেসামরিক সিরিয় আহত হয়েছে বলে কোনো কোনো সংবাদ সূত্র খবর দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন