আমেরিকার মডেলে তৈরি ড্রোন রাশিয়াকে উপহার দিল ইরান
আমেরিকার মডেলে তৈরি ড্রোন রাশিয়াকে উপহার দিল ইরান
রাশিয়াকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্ক্যানঈগল (SCANEAGLE) ড্রোন উপহার দিয়েছে ইরান।
দু'দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার নিদর্শন হিসেবে এ উপহার দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী- আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদেহ।
তেহরান সফররত রুশ বিমান বাহিনীর প্রধান লে. জেনারেল ভিক্টর নিকোলাভিচ বোন্দারেভকে সোমবার এ উপহার দেয়া হয়। হাজিযাদেহ বলেন, "আইআরজিসি'র বিশেষজ্ঞদের হাতে স্ক্যানঈগল গোয়েন্দা ড্রোন তৈরি প্রযুক্তিখাতে ইরানের সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে।"
২০১২ সালের ৪ ডিসেম্বর আইআরজিসি'র নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি ঘোষণা করেন, তার বাহিনী পারস্য উপসাগরে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন ড্রোন আটক করেছে। পরবর্তীতে ১৭ ডিসেম্বর ফাদাভি জানান, তার বাহিনীর হাতে আটক মার্কিন ড্রোন স্ক্যানঈগলের প্রযুক্তি রপ্ত করে তার ভিত্তিতে ড্রোনটি তৈরির কাজে হাত দিয়েছে তেহরান।
মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং-এর সহযোগী সংস্থা ইনসিটুর তৈরি এ ড্রোনের ৩ মিটার লম্বা ডানা রয়েছে। পারস্য উপসাগরে গোয়েন্দা তত্পরতা চালানোর কাজে স্ক্যানঈগল ব্যবহার করে আমেরিকা।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন