এবার আমেরিকায়,মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ
এবার আমেরিকায়,মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ
মার্কিন সরকার বিশ্বের অনেক দেশেই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে। তবে এবার খোদ আমেরিকায় বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে এ যুদ্ধ শুরু হয়েছে। 'কমিটি অব স্টপ এফবিআই রিপ্রেশন' বা'এফবিআই নির্যাতন বিরোধী কমিটি’র সদস্য জো লোসবাকের (JOE IOSBAKER) এ কথা জানিয়েছেন।
গত মঙ্গলবার ফিলিস্তিনি নারী রাসমিয়ে ওদেহ্কে (RASMIEH ODEH) আটক করেন মার্কিন হোমল্যান্ড সিক্যুরিটি’র গোয়েন্দারা। ৪৫ বছর আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক আদালত বিনা বিচারে ওদেহকে আটক করেছিল। এ বিষয়টি মার্কিন নাগরিকত্বের আবেদনপত্রে উল্লেখ করেননি বলে অভিযোগ এনে তাকে আটক করা হয়।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে লোসবাকের বলেন, দখলদার ইসরাইলিদের আইন এখন আমেরিকায় বাস্তবায়নের কাজে হাত দিয়েছে মার্কিন সরকার। রাসমিয়ে ওদেহ্কে আটকের ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ। কমিটি অব স্টপ এফবিআই রিপ্রেশন এ ধরনের গ্রেফতারের কঠোর নিন্দা করছে।
আমেরিকায় বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে মার্কিন সরকার কেনো এ জাতীয় ততপরতায় উঠেপড়ে লেগেছে তারও কারণ ব্যাখ্যা করেন লোসবাকের। তিনি বলেন, মুসলমান এবং আরব দেশগুলোর বিরুদ্ধে অসংখ্য লড়াইয়ে লিপ্ত রয়েছে ওয়াশিংটন এবং ফিলিস্তিনের ওপর ইসরাইলি দখলদারিত্বকেও সমর্থন করছে আমেরিকা। কাজেই সারাবিশ্বের মুসলমানদের হয়রানি করার পর এখন নিজ দেশের মুসলিম নাগরিকদেরও আর বাদ রাখতে চায় না ওয়াশিংটন।
এবার খোদ আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে- উল্লেখ করে লোসবাকের বলেন, গত ১০ বছর ধরে মুসলমানরাদের লক্ষ্য করেই আমেরিকার সব বিদ্বেষী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন