মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষ
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষ
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকশ’ ছাত্র (রোববার) সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল বের করলে এ সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রদের ওপর টিয়ারগ্যাস ছোঁড়ে।
ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা আটকে দেয় এবং নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়ে মারে।
ক্যাম্পাসে ছাত্ররা বিক্ষোভ শুরু করতে চাইলে মিশরের প্রধান ইসলামি শিক্ষা কেন্দ্রে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে, সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই ধরনের বিক্ষোভ হয়েছে কায়রো বিশ্বাবিদ্যালয়েও। বিক্ষোভকারী ছাত্ররা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিসহ আটক সব নেতার মুক্তি দাবি করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন