নারীকে গাড়ি চালাতে দেয়া হবে না: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নারীকে গাড়ি চালাতে দেয়া হবে না: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সৌদি কর্তৃপক্ষ দেশটিতে নারীদের গাড়ি চালানোর দাবিতে আন্দোলনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, নারীদের গাড়ি চালানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তা তুলে নেয়া হবে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, এ সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর রাখার জন্য কর্তৃপক্ষ সব ধরনের শক্তি ও বল প্রয়োগ করবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় এ ঘোষণা দিল যখন দেশটির নারীরা গাড়ি চালানোর অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এরইমধ্যে দেশটির বহু নারী নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় প্রকাশ্যে গাড়ি চালিয়েছেন। এ পর্যন্ত ইন্টারনেটে প্রকাশিত ৫০টিরও ভিডিওতে দেখা গেছে সৌদি মহিলারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন।
বর্তমান বিশ্বে সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ যেখানে নারীরা গাড়ি চালাতে পারেন না। তাদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ অক্টেবর নারীবাদী সংগঠনগুলো বিক্ষোভের ডাক দিয়েছে। সৌদি নারী আন্দোলনকারী মানাল আশ-শারিফ বলেছেন, “২৬ অক্টোবর সৌদি নারীরা এ বিষয়টি প্রমাণের চেষ্টা করবেন যে, তারা যে দাবিতে সরব হয়েছেন তা থেকে পিছু হটবেন না তারা। এ বিষয়ে সরকারকে একটা সমাধানে আসতেই হবে।”
রাস্তায় নিজের গাড়ি চালানোর ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার দায়ে ২০১১ সালের মে মাসে গ্রেফতার হয়েছিলেন মানাল। তাকে নয়দিন পর ছেড়ে দেয়া হয়েছিল। মানাল আশ-শারিফ বলেন, “কর্তৃপক্ষ ২৬ অক্টোবর দাবি না মানলে ২৬ নভেম্বর, ২৬ ডিসেম্বর, ২৬ জানুয়ারি... এভাবে প্রতিমাসে বিক্ষোভ মিছিল করবো আমরা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন