সৌদি বাদশার নির্দেশেই হাজীদের মাঝে শিয়া বিরোধী বই বিতরণ করা হয়েছে
সৌদি বাদশার নির্দেশেই হাজীদের মাঝে শিয়া বিরোধী বই বিতরণ করা হয়েছে
সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আযিয আলে সৌদে’র এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, সৌদি বাদশা হজ্বের মৌসুম শুরু হওয়ার দুই মাস পূর্বে এদেশের হজ্ব বিষয়ক মন্ত্রণালয়কে হাজীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য শিয়া বিরোধী বই প্রস্তুত ও প্রকাশের নির্দেশ দেন।
সূত্রটি আরো জানিয়েছে ‘নিজ শত্রুকে চেনো’ বইটি মূলত শিয়াদেরকে কাফের আখ্যায়িত করা, তাদেরকে ইসলামের প্রকৃত শত্রু হিসেবে পরিচয় করানো এবং জায়নবাদী ইসরাইল ও ফিলিস্তিনের বিষয়টি ভুলে যাওয়ার বিষয় কেন্দ্রিক ‘ইয়াকুব বাদ আল-কাত্তামী’ নামক জনৈক ওয়াহাবী লেখক কর্তৃক রচিত হয়েছে। বইটির প্রথম সংস্করণ ৫০ লাখ কপি ছাপানো হয়েছে। ঐ সূত্রের ভাষ্যমতে এ বইটি প্রকাশের জন্য ৫ মিলিয়ন (৫০ লাখ) সৌদি রিয়াল বাজেট বরাদ্দ দেওয়া হয়।
হজ্ব পালনার্থে বিভিন্ন দেশ হতে সৌদি আরবে আগত বহুসংখ্যক হাজীর ভাষ্যানুযায়ী সৌদি আরবের হজ্ব বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ প্রাপ্ত কর্মীরা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত ‘নিজ শত্রুকে চেনো’ বইটি হাজীদের মাঝে বিতরণ করেছে।
বইটিতে শিয়া মাযহাবের অনুসারীদেরকে কাফের আখ্যায়িত করার বিষয়ে ওয়াহাবিদের ইমাম ‘ইবনে তাইমিয়া’র বক্তব্যের অংশ বিশেষ উল্লেখিত হয়েছে। ইবনে তাইমিয়া তার বক্তব্যে শিয়াদেরকে কাফের হিসেবে গণ্য করে তাদের জীবন, নারী ও সম্পদকে হালাল ঘোষণা করেছেন। একইভাবে এ বইতে বলা হয়েছে, মুসলমানদের উপর ওয়াজিব হল ইহুদী ও খ্রিষ্টানদের বিরুদ্ধে জিহাদ করার পূর্বে শিয়াদের বিরুদ্ধে জিহাদ করা এবং তাদেরকে হত্যা করা।
এ দলটি যে সকল বই হাজীদের মাঝে বিতরণ করছে তার মধ্যে ইয়াকুব বাদর আল-কাত্তামী রচিত‘আল-কাফি ফি তাহযিরিল বাশারিয়্যাহ মিন দীনিল ইসান আশারিয়াহ; আস-সারাতানুশ শিয়ী ওয়াল-লুবী আর-রাফেজী’র নাম উল্লেখযোগ্য।
এ সকল বই আরবি ভাষা ছাড়াও ইংরেজি ও তুর্কি ভাষাতেও প্রকাশ করা হয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন