আল কায়েদা ছোবল থেকে সিরিয়ার কিশোররাও রক্ষা পাচ্ছে না
আল কায়েদা ছোবল থেকে সিরিয়ার কিশোররাও রক্ষা পাচ্ছে না
উক্ত ছবিটি আল কায়েদার শিবির থেকে তোলা একটি ছবি। উক্ত ছবিতে স্পষ্ট যে আল কায়েদার সদস্যরা কিভাবে সিরিয়ার কিশোরদের কে ব্যাবহার করছে। এ সমস্ত কিশোরদের বয়স ১০ বছর বা তার চেয়েও কম। তাদের হাতে আল কায়েদর সদস্যরা কলমের পরিবর্তে জীবন নাশক অস্ত্র তুলে দিচ্ছে।
উল্লেখ করা হয়েছে যে, উক্ত শিবিরে প্রায় হাজার কিশোরদের একত্রিত করা হয়েছে কিন্তু কেউ জানেনা যে তাদের কে কোন এলাকা থেকে আনা হয়েছে।
মানবাধিকার সংস্থা বারবার তাকিদ করার পরেও সিরিয়ায় আল কায়েদারা এধরণের পদক্ষেপ তারা নিয়ে যাচ্ছে যা ব্যাক্তি স্বাধিনতার বিরোধি একটি কাজ।
নতুন কমেন্ট যুক্ত করুন