ওয়াহাবিবাদ ও ইরান-আতঙ্ক সাম্রাজ্যবাদের প্রধান ষড়যন্ত্র
ওয়াহাবিবাদ ও ইরান-আতঙ্ক সাম্রাজ্যবাদের প্রধান ষড়যন্ত্র
ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি তার দেশের পরমাণু কর্মসূচির ব্যাপারে পাশ্চাত্যের নানা টালবাহানার প্রতিবাদ জানিয়ে বলেছেন,পাশ্চাত্য পরমাণু ইস্যুটিকে ইরানের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তিনি আজ তেহরানের জুমার নামাজের খোতবায় ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় ইরানি আলোচকদের কার্যকর প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ এবং তেহরান যে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় সমর্থক সেটা পাশ্চাত্য ভাল করেই জানে।
আয়াতুল্লাহ কাশানি পরমাণু অস্ত্রসহ গণ-বিধ্বংসী যে কোনো অস্ত্র ব্যবহার ও সেগুলোর বিস্তারকে হারাম ঘোষণা সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার কথা উল্লেখ করে বলেছেন, এই ফতোয়া কোনো রাজনৈতিক ফতোয়া নয় বরং ধর্মীয় ফতোয়া এবং তা বাস্তবায়ন জরুরি।
ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনও কোনো দেশে হামলা করেনি এ কথা জোর দিয়ে তুলে ধরে তেহরানের জুমার অস্থায়ী খতিব আরো বলেছেন, বরং এই অঞ্চলের কোনো কোনো সরকার অন্য কয়েকটি দেশে হামলা চালিয়ে ব্যাপক মাত্রায় নানা অপরাধে জড়িত হয়েছে।
আয়াতুল্লাহ কাশানি আরো বলেছেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি ও ইরান সম্পর্কে আতঙ্ক প্রচার করা সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম উম্মাহর বিরুদ্ধে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রধান ষড়যন্ত্র।
তিনি বলেন, পাশ্চাত্য ও ইসলামের শত্রুরা এই ধর্মকে সহিংস বা হিংস্র বলে অপবাদ প্রচারের জন্য মুসলমানদের মধ্যে বিভেদ ও যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, অথচ ইসলাম হচ্ছে ন্যায়বিচারকামী ও সব ধরনের উগ্রতা বা চরমপন্থার বিরোধী।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের শত্রুতা কখনও শেষ হবে না। তিনি বলেন, তারা যে কোনো অজুহাতে মুসলিম বিশ্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে।
আয়াতুল্লাহ কাশানি বিপজ্জনক সালাফি বা উগ্র ওয়াহাবি মতবাদ ও তাদের অপরাধযজ্ঞকে বর্তমান মুসলিম বিশ্বের নানা সংকটের উতস হিসেবে উল্লেখ করে বলেছেন, এই মতবাদে বিশ্বাসীরা সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র অনুযায়ী ইসলাম ধর্মের নামে মুসলমানদের বিরুদ্ধে যে কোনো অপরাধে জড়িত হতে দ্বিধা বোধ করছে না। তিনি বলেন, সালাফি শব্দটি একটি ভালো শব্দ এবং এর অর্থ বিশ্বনবী (সা.)'র নীতিমালার অনুসরণ করাকে বোঝানো হলেও উগ্র ওয়াহাবি বা সালাফিরা ইসলাম ও রাসূল (সা.)'র অনুসারী নয়। তাই তাদের সালাফি হওয়ার দাবি মিথ্যা ও ভুল, বরং তারা সালাফি হওয়ার অজুহাত দেখিয়ে কেবল বর্বরতায় লিপ্ত হচ্ছে।
আয়াতুল্লাহ কাশানি বর্তমান স্পর্শকাতর সময়ে মুসলমানদের ঐক্য রক্ষার ওপর জোর দিয়ে আরো বলেছেন, প্রকৃত মুসলমানের উচিত সত্যিকারের ইসলামের পরিচয় ও এর সঠিক ব্যাখ্যা তুলে ধরা।
তিনি বলেন, প্রকৃত মুহাম্মাদী ইসলাম বাস্তবায়নের পদ্ধতি ব্যাখ্যা করা এবং ওয়াহাবি-সালাফিদের মিথ্যাচার ও ভিত্তিহীনতা তুলে ধরার জন্য বেলায়েতে ফক্বিহ বা সবচেয়ে বিজ্ঞ ইসলামী আইনবিদের কর্তৃত্ব মুসলিম সমাজের জন্য অপরিহার্য।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন