জেনেভা আলোচনা এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে: হেগ

 

জেনেভা আলোচনা এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে: হেগ


ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের প্রথম দিনের পরমাণু আলোচনাকে‘কার্যকর’ হিসেবে অভিহিত করেছেন। জেনেভা বৈঠক ইরানের পরমাণু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তব সুযোগ সৃষ্টি করেছে বলেও জানিয়েছেন তিনি।
বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেনেভা আলোচনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনায় এগিয়ে যাওয়ার বাস্তব সুযোগ সৃষ্টি হয়েছে। হেগ তার ভাষায়‘আজকের’ এবং ‘আগামী সপ্তাহগুলোর’ সুযোগ গ্রহণের জন্য ইরানের প্রতি আহ্বান জানান।(মঙ্গলবার) জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর দু’দিনের আলোচনা শুরু হয়েছে। চীন,রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও জার্মানি হচ্ছে ছয় জাতিগোষ্ঠীর সদস্য।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন