মার্কিন অর্থনৈতিক বিপর্যয় এড়াতে চেষ্টা চলছে; ডেডলাইন বৃহস্পতিবার
মার্কিন অর্থনৈতিক বিপর্যয় এড়াতে চেষ্টা চলছে; ডেডলাইন বৃহস্পতিবার
আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। সর্বশেষ মুহূর্তে হলেও একটা সমঝোতা হতে পারে বলে অনেকেই আশা প্রকাশ করলেও এ বিষয়ে কেউই নিশ্চয়তা দিতে পারছেন না। উভয় পক্ষই এখনো নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে বলে জানা গেছে। (বৃহস্পতিবার) মধ্যে সমঝোতা না হলে দেশটিতে প্রথমবারের মতো সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। সমঝোতা না হলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেডারেল অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাবে।
রাষ্ট্রীয় ঋণসীমা ১৬.৭ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর বিষয়ে দুই দলের মধ্যে আজ একটা সমঝোতা হতে পারে বলে কোন কোন সূত্র খবর দিয়েছে। এখন বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য সাময়িক সমাধানের কথা ভাবা হচ্ছে। সাময়িক সমাধানের লক্ষ্যে রাষ্ট্রীয় ঋণসীমা আপাতত ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হতে পারে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ডলারনির্ভর অর্থনীতিতেও আমেরিকার সম্ভাব্য বিপর্যয়ের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। চীনা বার্তাসংস্থা সিনহুয়ার খবরে মার্কিননির্ভর অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলা হয়েছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন