শিয়া বিরোধী বইয়ের মোড়ক উন্মোচন ও বিভিন্ন মসজিদে বিতরণ

শিয়া বিরোধী বইয়ের মোড়ক উন্মোচন ও বিভিন্ন মসজিদে বিতরণ

শিয়া বিরোধী বইয়ের মোড়ক উন্মোচন ও বিভিন্ন মসজিদে বিতরণ


মালয়েশিয়ার যুবসমাজসহ অন্যান্য শ্রেণীর লোকদের মাঝে শিয়া মাযহাবের শিক্ষা প্রসার এদেশের কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। পরিস্থিতি এমন যে, এদেশের সাবেক প্রধানমন্ত্রী মহাথির মুহাম্মাদের মত ব্যক্তিত্বও –যিনি নতুন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত- স্বীয় বক্তব্যে শিয়া মাযহাবের প্রসারের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে আহলে বাইত (আ.) এর মাযহাবের প্রসার রোধে সর্বাত্মক চেষ্টার আহবান জানিয়েছেন।
শিয়া বিরোধী সর্বশেষ পদক্ষেপে গত বুধবার মালয়েশিয়ার ইসলাম ধর্ম প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ধর্মীয় বিষয়াদি দেখাশুনা দায়িত্বে থাকা অফিসারের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। যাতে শিয়া মাযহাবের শিক্ষা চর্চা রোধে সর্বোত্তম পন্থা বের করা সম্ভব হয়।
এ সভায় ‘দাতুক ভান যুহাইদি ভান’ রচিত ‘শিয়া মাযহাবের হকিকত’ নামক শিয়া বিরোধী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ বইতে –যার মলাটে মাথায় ছুরি মারার দৃশ্য ছাপা হয়েছে- প্রকৃত ইসলাম ধর্মের ইতিহাসকে উল্টো করে ফুটিয়ে তুলে আহলে বাইত (আলাইহিমুস সালাম)-এর মাযহাবের বিরুদ্ধে উদ্ভট ও মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ক বিভাগের কর্মকর্তা ‘জামিল খাইর’ ‘শিয়া মাযহাবের হকিকত’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করে এদেশে শিয়াদের তত্পরতার অধিকারের কথা স্বীকার করে বলেছেন : শিয়া মাযহাবের প্রচার কার্যক্রম অবশ্যই অইসলামিক (!) ধর্মসমূহের বিশেষ কার্যালয়ের তত্ত্বাবধান ও নজরদারীতে হতে হবে এবং প্রথম পর্যায়ে এ বিলটি পাশ করতে হবে।
তিনি বলেন : শিয়াদের কর্মকাণ্ডের উপর দৃষ্টি রাখার বিষয়ে প্রণীত আইন বাস্তবায়িত হচ্ছে, এ বিষয়ে আমরা প্রাদেশিক কর্মকর্তাদের অধিক সহযোগিতা কামনা করছি।
জামিল খাইর বলেন : অন্যান্য মুসলিম মাযহাবের অনুসারীদেরকে তাদের মাযহাব পরিবর্তনে শিয়াদের চেষ্টার বিষয়েও আমরা প্রাদেশিক কর্মকর্তাদেরকে সতর্ক করেছি।
বলাবাহুল্য, শিয়া বিরোধী এ বইটি মালয়েশিয়ার মুফতি পরিষদের কার্যালয়ের পক্ষ হতে ১ হাজার কপি প্রকাশিত হয়েছে এবং বইটি মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে বিতরণ করা হয়েছে, যাতে সাধারণ জনগণের হাতে বইটি সহজে পৌঁছে যায়।
বর্তমান পরিস্থিতিতে ইলমি ও তাবলিগী সংস্থাসমূহের কর্তব্য হল যতদ্রুত সম্ভব বিভ্রান্তি সৃষ্টিকারী ঐ বইয়ের জবাব প্রদান করা।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন