মহাকাশে প্লাস্টিক! পাওয়া গেল শনির চাঁদ টিটানে

মহাকাশে প্লাস্টিক! পাওয়া গেল শনির চাঁদ টিটানে


মহাকাশে এই প্রথমবার প্লাস্টিকের উপস্থিতির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা আর এটি পাওয়া গেছে শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ টিটানে।
নাসা’র মহাকাশ যান ক্যাসিনি গত কয়েক বছর যাবত শনি গ্রহকে প্রদক্ষিণ করছে। আমাদের সৌর জগতে যে সব মহাজাগতিক বস্তু তাদের সবার আবহ মণ্ডল নেই। এ দিক থেকে টিটান একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম এবং টিটানের আবহ মণ্ডল হাহাড্রোকার্বন দিয়ে তৈরি।
টিটানের আবহ মণ্ডলের নিম্নভাগে স্বল্প মাত্রার প্রপাইলিনের উপস্থিতি নির্ণয় করেছেন বিজ্ঞানীরা। আর এটি নির্ণয় করা গেছে ক্যাসিনি মহাকাশযানে স্থাপিত কম্পোজিট ইনফ্রারেড স্পেক্টোমিটার(সিআইআরএস)’এর মাধ্যমে।
টিটানে প্লাস্টিকের উপস্থিতি পাওয়ার মধ্য দিয়ে বিজ্ঞানীরা ভাল ভাবে বুঝতে পারবেন শনির এ চাঁদে রাসায়নিক ক্রিয়া-প্রতিক্রিয়া বা রসায়ন কি করে কাজ করছে। আমাদের গ্রহ পৃথিবীর আবহ মণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার আগে, সেই সুদূর অতীতে একই ভাবে রসায়ন করেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
টিটানের ব্যাসার্ধ ২৫৭৪ এবং আকারে এটি বুধগ্রহের চেয়েও বড়। আমাদের সৌরমণ্ডলে এটি দ্বিতীয় বৃহত্তম চাঁদ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন