মাত্র ৭ মিনিটে কাপড় ইস্ত্রি!

সহজে কাপড় ইস্তিরি করার যন্ত্র বের করেছেন একদল গবেষক। এ পদ্ধতিতে কাপড় মাত্র সাত মিনিটে ইস্তিরি হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয়টি হলো এ ভাবে ইস্তিরি করার জন্য কারো হাতে লাগাতে হবে না।

মাত্র ৭ মিনিটে কাপড় ইস্ত্রি!
সহজে কাপড় ইস্তিরি করার যন্ত্র বের করেছেন একদল গবেষক। এ পদ্ধতিতে কাপড় মাত্র সাত মিনিটে ইস্তিরি হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয়টি হলো এ ভাবে ইস্তিরি করার জন্য কারো হাতে লাগাতে হবে না।
হাত লাগাতে হবে না কিন্তু একাধারে কয়েকটি কাপড় ইস্তিরি হবে- আজগুবি ব্যাপার-স্যাপার, তা জ্বিন-ভুত আছে নাকি? এমন কথা অনেকে ভাবতেই পারেন। আসলে বিষয়টি মোটেও আজগুবি বা জিন-ভুতের কারসাজি নয়।
আসলে এ যন্ত্রটির সঙ্গে লাগানো রয়েছে কাপড়ের থলি। যে কাপড় ইস্তিরি করা প্রয়োজন তা এ থলির সঙ্গে বেঁধে দিতে হবে। তারপর যন্ত্র থেকে গরম বাতাস বের হয়ে এ থলিকে ফুলিয়ে দিবে এবং গরম বাতাসের প্রভাবে কাপড়ের কোঁচকানো ভাবটি উধাও হয়ে যাবে। আর এ ভাবে যে কোনো কাপড় ইস্তিরি করতে লাগবে মাত্র সাত মিনিট।
তবে জার্মানির তৈরি এ যন্ত্রটির দাম এখনো সস্তা নয়। প্রচলিত যে কোনো ইস্তিরির চেয়ে প্রায় ৩০ গুণ বেশি দাম দিতে হবে।
অদূর ভবিষ্যতে এ ইস্তিরির দাম সাধারণ মানুষদের নাগালে চলে আসবে বলে আশ্বাস দিয়েছেন বিপণন-বিশেষজ্ঞরা।
রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন