লিবিয়ার অপহৃত প্রধানমন্ত্রী আলী জেইদান মুক্ত

লিবিয়ার অপহৃত প্রধানমন্ত্রী আলী জেইদান মুক্ত


লিবিয়ার অপহৃত প্রধানমন্ত্রী আলী জেইদানকে মুক্তি দেয়া হয়েছে। দেশটির সরকারি ও নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এর আগে, জেইদানকে অপহরণের কথা স্বীকার করেছিল লিবিয়ার সশস্ত্র গোষ্ঠী ‘দ্যা অপারেশন্স সেল অব লিবিয়ান রেভ্যুলুশনারিজ’।
ত্রিপোলির একটি হোটেল থেকে আজ (বৃহস্পতিবার) ভোরে আলী জেইদানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল বন্দুকধারী। এর ঘন্টাখানেক পর সাবেক গেরিলা গোষ্ঠী তাদের ফেসবুক পাতায় ঘোষণা করে, তারা ‘বিচার বিভাগের’ নির্দেশে আলী জেইদানকে ‘গ্রেফতার’ করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, "সরকারি কৌঁসুলির দিক-নির্দেশনায় লিবিয়ার ফৌজদারি দণ্ডবিধির আওতায় প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।" এতে আরো বলা হয়েছে, “রাষ্ট্র বিরোধী অপরাধ ও রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।”
তবে, আইন মন্ত্রণালয় সরকারি কৌঁসুলির দিক-নির্দেশনায় জেইদানকে গ্রেফতারের দাবি অস্বীকার করেছে। এছাড়া, লিবিয়ার মন্ত্রিসভা তার ফেইসবুক পেইজে বলেছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে কিনা কিংবা তা বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিনা -তা তাদের জানা নেই।
লিবিয়ার কথিত আল-কায়েদা নেতা আনাস আল-লিবিকে মার্কিন কমান্ডো বাহিনী অপহরণের পাঁচ দিন পর প্রধানমন্ত্রী আলী জেইদানকে অপহরণ করা হয়। লিবিকে অপহরণের ঘটনায় লিবিয়ার জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন