‘গাম্বিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা করছে ব্রিটেন ও আমেরিকা’

‘গাম্বিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা করছে ব্রিটেন ও আমেরিকা’


গাম্বিয়া সরকার অভিযোগ করেছে,সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে উতখাতের জন্য ষড়যন্ত্র করছে ব্রিটেন এবং আমেরিকা। তারা এ লক্ষ্যে দেশটির বিরোধীদলকে উস্কে দিচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে।
গাম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর বিষয়ক মন্ত্রী মোমুদু সাবালি এক বিবৃতিতে বলেছেন, “পশ্চিমা এ দু’টি শক্তি গাম্বিয়াকে অস্থিতিশীল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য তারা সব ধরনের উপায় অবলম্বন করছে এবং এ জন্য বিরোধীদের পেছনে অর্থ খরচ করে জোরালো প্রচারণায় নেমেছে।” ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন সংস্থা কমনওয়েলথ থেকে বের হয়ে আসার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গাম্বিয়া এ অভিযোগ করল। কমনওয়েলথকে তারা নব্য-উপনিবেশবাদ বলে আখ্যা দিয়েছে।
সাবালি ১৯৯৫ সালের অভ্যুত্থানের জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করে বলেন, তাদের সমস্ত ষড়যন্ত্র সত্ত্বেও দেশের খনিজ সম্পদ রক্তচোষা ও পঙ্গপালের কাছে সমর্পণ করা হবে না।
১৯৯৪ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে ইয়াহিয়া জামেহ ক্ষমতায় আসেন। পরে ১৯৯৬ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের পক্ষে প্রমাণ দেখাতে গিয়ে সাবালি সম্প্রতি গাম্বিয়ার সঙ্গে মার্কিন প্রস্তাবিত সমুদ্র নিরাপত্তা চুক্তির কথা তুলে ধরেন। মার্কিন সরকারের ওই প্রস্তাব গাম্বিয়া প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, সমুদ্রের নিচের সম্পদের ওপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এবং এসব সম্পদ তুলে নেয়ার জন্য আমেরিকা এ চুক্তি করতে চেয়েছিল।
এদিকে, গাম্বিয়ায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, দেশটিকে অস্থিতিশীল করার জন্য ব্রিটেন কখনই কোনো কাজ করেনি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন