কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হল তুর্কি পুলিশ বাহিনী

কুর্দি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হল তুর্কি পুলিশ বাহিনী


তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিজরেতে সরকারের সংস্কারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে হামলা চালিয়েছে তুর্কি পুলিশ। এতে শহরটিতে ব্যাপকহারে সংঘর্ষ ছড়িয়ে পরে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দিরা বলছে, প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের সংস্কার যথেষ্ট নয়। গত ৭ অক্টোবর থেকে ওই অঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।
সরকার ঘোষিত নতুন এ সংস্কারের আওতায় কুর্দি ভাষায় শিক্ষা কার্যক্রম শুধুমাত্র বেসরকারি স্কুলে সীমাবদ্ধ থাকবে। এছাড়া, নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা কুর্দি অঞ্চলে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। সেই সঙ্গে কুর্দিপন্থী ও অন্যান্য ছোট গ্রুপগুলোকে দেশটির সংসদে প্রবেশের আইনটিও অনেক সহজ করা হয়েছে।
কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি-পিকেকের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওকালান গত মার্চে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে, সরকারের সঙ্গে মাসব্যাপী বৈঠক করে পিকেকে।
বৈঠকে বিক্ষোভ বন্ধের বদলে কুর্দিস্তানের ফৌজদারি দণ্ডবিধি সংস্কার, নির্বাচনী আইনে পরিবর্তন ও কুর্দিস্তানি ভাষায় লেখাপড়ার অধিকারের জন্য দাবি জানায় তারা। কিন্তু গত মাসে, তুর্কি সরকারের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ আনে পিকেকে। এরপর থেকেই ওই অঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ে।
 সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন