ব্রিটেনে দাড়ি রাখায় দুই মুসলিম ছাত্রের ওপর নিষেধাজ্ঞা
ব্রিটেনে দাড়ি রাখায় দুই মুসলিম ছাত্রের ওপর নিষেধাজ্ঞা
ব্রিটেনে দাড়ি রাখায় দুই মুসলিম ছাত্রের ওপর নিষেধাজ্ঞা
ব্রিটেনের দুই মুসলিম ছাত্র দাড়ি না কামানোয় তাদেরকে নতুন টার্মের ক্লাসে ভর্তি করা হয়নি।
ব্রিটেনের ল্যাংকশায়ারের অ্যাকরিঙ্গটোন শহরের মন্টকারমেল হাইস্কুলে এই ঘটনা ঘটেছে।
এ ছাড়াও এই হাইস্কুলে অধ্যয়নরত সহপাঠীদের সঙ্গে কথা বলা ও যোগাযোগ করাও নিষিদ্ধ করা হয়েছে তাদের জন্য। স্কুলটির প্রিন্সিপাল হাভিয়ার বভার্স বলেছেন: এই নিষেধাজ্ঞার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, আমাদের হাইস্কুলের রয়েছে বিশেষ বিধিমালা এবং এইসব বিধান সব ছাত্রকেই মেনে চলতে হবে।
ব্রিটিশ সরকার দেশে দেশে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের সমর্থক বলে দাবি করে থাকে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন