সিনাইয়ে সেনা চৌকিতে আত্মঘাতী হামলা: হতাহত ৭ সেনা
সিনাইয়ে সেনা চৌকিতে আত্মঘাতী হামলা: হতাহত ৭ সেনা
মিশরের সিনাই উপত্যকার একটি সেনা চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত চার সেনা নিহত এবং তিন জন আহত হয়েছে। উত্তর সিনাইয়ের প্রধান শহর আল-আরিশের দক্ষিণে আর-রিসা নামের এ সেনা চৌকি অবস্থিত।
মিশরে গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উতখাতের পর সেনা ও পুলিশের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।
চলতি সপ্তাহে এ জাতীয় ধারাবাহিক বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া, রোববার বিক্ষোভরত মুরসি সমর্থকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৫৭ জন মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন