এনপিটিতে সই করতে ইসরাইলের ওপর চাপ বাড়ান: ইরান
এনপিটিতে সই করতে ইসরাইলের ওপর চাপ বাড়ান: ইরান
পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটিতে সই করার জন্য ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম হোসেইন দেহকানি।
জাতিসংঘে ‘পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য’ শীর্ষক বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্বের জন্য বড় হুমকি হচ্ছে দখলদার ইসরাইল। এ কারণে এনপিটিতে ইসরাইলের সই করাটা জরুরি। তিনি আরো বলেন, ১৯৭৪ সালেই ইরান এনপিটিতে সই করেছে। মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়তে চায় তেহরান। পরমাণু অস্ত্র বিস্তাররোধ সংক্রান্ত বিভিন্ন সম্মেলনে ইরানের সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
ইরানের উপ-রাষ্ট্রদূত আরো বলেন, দখলদার ইসরাইল ছাড়াও বিশ্বের সব দেশেরই উচিত এনপিটিতে সই করা। অবশ্য আন্তর্জাতিক সমাজের চাপ না থাকলে এসব দেশ চুক্তিতে সই করবে না।
দখলদার ইসরাইলের কাছে বর্তমানে দুইশ’ থেকে চারশ’টি পরমাণু বোমা রয়েছে বলে ধারণা করা হয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন