তিউনিশিয়া: ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় না শতাধিক সংসদ
তিউনিশিয়া: ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় না শতাধিক সংসদ
তিউনিশিয়ার ১০৫ জন সংসদ সদস্য দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে মাত্র চারটি ভোটের কারণে ইসরাইলের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি নয়া সংবিধানে অন্তর্ভূক্ত করা যায়নি। এর ফলে বিরোধীদলগুলো ক্ষুব্ধ হয়েছে।
তাদের দাবি, ক্ষমতাসীন আন-নেহদা ও তার শরীক দলগুলো প্রস্তাবের পক্ষে ভোট না দেয়ায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাকে অপরাধ হিসেবে ঘোষণা করা গেল না। দেশটির পপুলার কারেন্ট পার্টির উপ-প্রধান মুরাদ আমদুনি বলেছেন, ইসরাইল বিরোধী প্রস্তাবটি যাতে পাস হতে না পারে, সে লক্ষ্যে বিদেশি মহল ষড়যন্ত্র চালিয়েছে। এ ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ ছিল। ক্ষমতাসীন দল বিদেশি চাপের কাছে নতিস্বীকার করেছে বলেও তিনি অভিযোগ করেন।
তিউনিশিয়ার জনগণ বর্ণবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য দেশটির সংসদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু বিদেশি চাপের কারণে সরকারদলীয় সাংসদরা প্রস্তাবের পক্ষে ভোট দেননি বলে সরকার বিরোধীরা অভিযোগ করেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন