ইমাম মূসা কাযিম (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়
ইমাম মূসা কাযিম (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়
ইমাম মূসা কাযিম (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়
নামঃ মূসা।
উপাধিঃ কাযিম, আব্দুস সালেহ, বাবুল জাওয়াদ, সাবের, আমীন, নাফস যাকিয়াহ।
ডাক নামঃ আবুল হাসান, আবু ইব্রাহিম, আবু আলী, আবুল হাসান মাযি।
পিতার নামঃ জাফর সাদিক্ব (আ.)।
মাতার নামঃ হুমাইদা বারবাররিহে
জন্ম তারিখঃ রবিবার ৭ই সফর ১২৮ হিজরী।
জন্মস্থানঃ আবওয়া, মক্কা ও মদীনা মুনাওয়ারার মাঝামাঝি একটি গ্রাম।
আয়ুঃ ৫৫ বছর।
ইমামতকালঃ ৩৫ বছর।
হত্যাকারীঃ হারুনর রশিদ।
শাহাদতঃ শুক্রবার ২৫শে রজব ১৮৩ হিজরী।
শাহাদতের স্থানঃ বাগদাদ, সিন্দী বিন সামাক এর কারাগারে।
দাফনের স্থানঃ কাযেমাইন।
তাঁর ইমামতকালে খলিফাগণঃ মানসুরে দাওয়ানেকী, মাহদী আব্বাসী, হাদী আব্বাসী, হারুনর রশিদ।
সন্তানঃ ৩৭জন, ১৯জন ছেলে এবং ১৮জন কন্যা।
নতুন কমেন্ট যুক্ত করুন