ইমাম হাসান (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

ইমাম হাসান (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

ইমাম হাসান (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

মুজতবা, সিবতে আকবার, ইমাম হাসান, ফাতিমা, আলীমদীনা মুনাওয়ারা, জান্নাতুল বাক্বী
নামঃ হাসান।
উপাধিঃ মুজতবা, সিবতে আকবার।
ডাক নামঃ আবু মোহাম্মাদ।
পিতার নামঃ আলী (আ.)।
মাতার নামঃ ফাতিমা (সা.আ.)।
জন্ম তারিখঃ ১৫ই রমজান ৩য় হিজরী।
জন্মস্থানঃ মদীনা মুনাওয়ারা।
আয়ুঃ ৪৭ বছর।
ইমামতকালঃ ১০ বছর।
খোলাফতের সময়কালঃ প্রায় ৬ মাস।
শাহাদতঃ ২৮শে সফর ৫০ হিজরী।
হত্যাকারীঃ জোওদা আশআশ বিন কাইসের কন্যা, মাবিয়ার প্রেরিত বিষের প্রভাবে।
দাফনের স্থানঃ জান্নাতুল বাক্বী।
সন্তানঃ ১৫ জন, ৮জন ছেলে এবং ৭জন কন্যা।

নতুন কমেন্ট যুক্ত করুন