ইরানের তেল-বহির্ভূত পণ্য রপ্তানি বেড়েছে ১১.৫% ও তরল গ্যাস ৮০%

​​​​​​​মার্কিন সরকারের নেতৃত্বে ইরানের ওপর পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান গত চার মাসে রপ্তানি করেছে ১২৫৩ কোটি ৬০ লাখ ডলার মূল্যের তেল বহির্ভূত পণ্য।

ইরানের তেল-বহির্ভূত পণ্য রপ্তানি বেড়েছে ১১.৫% ও তরল গ্যাস ৮০%
মার্কিন সরকারের নেতৃত্বে ইরানের ওপর পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান গত চার মাসে রপ্তানি করেছে ১২৫৩ কোটি ৬০ লাখ ডলার মূল্যের তেল বহির্ভূত পণ্য।

এক বছর আগের এই একই সময়ের তুলনায় এক্ষেত্রে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানির পরিমাণ (পণ্যের ওজনের দিক থেকে) বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ।

এক বছর আগের এই একই সময়ের তুলনায় শিল্প, খনিজ এবং কৃষি সামগ্রী, কম্বল ও হস্তশিল্প খাতে ইরানের রপ্তানি বেড়েছে শতকরা সাড়ে তিনভাগ।

অন্যদিকে তেল-বহির্ভূত খাতে ইরানের আমদানির পরিমাণ ওজনের দিক থেকে সাড়ে ২৭ শতাংশ ও মূল্যের দিক থেকে সাড়ে ২৬ শতাংশ কমেছে।

ইরান গত চার মাসে পার্স নামের বিশেষ অর্থনৈতিক জ্বালানী জোন থেকে প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের তরল গ্যাস রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এক্ষেত্রে গত চার মাসে ওজনের দিক থেকে রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ, আর মূল্যের দিক থেকে বেড়েছে ৮০ শতাংশ।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন