ধনী-গরীবের আয় বৈষম্য নতুন রেকর্ড স্পর্শ করেছে আমেরিকা

ধনী-গরীবের আয় বৈষম্য নতুন রেকর্ড স্পর্শ করেছে আমেরিকা


আমেরিকার শীর্ষস্থানীয় ধনী হিসেবে বিবেচিত এক শতাংশ মানুষের সঙ্গে দেশের বাকী ৯৯ শতাংশ জনগোষ্ঠীর আয় বৈষম্য গত বছর রেকর্ড স্পর্শ করেছে। দেশটির আয়কর সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, আমেরিকার পরিবারগুলোর মোট আয়ের ১৯.৩ শতাংশই করে দেশটির সর্বাধিক ধনী হিসেবে বিবেচিত এক শতাংশ পরিবার। এ সংক্রান্ত ১৯২৭ সালের রেকর্ড ২০১২ সালে ভঙ্গ হয়েছে।

আমেরিকার ৯৯ শতাংশ মানুষের কর-পূর্ব আয়ের পরিমাণ মাত্র এক শতাংশ বাড়লেও ধনীক শ্রেণীর আয় বেড়েছে ১৯. ৬ শতাংশ। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার ধনাঢ্য ব্যক্তিদের আয় ৩৬ শতাংশের বেশি কমলে বাকীদের আয় কমেছিল ১১.৬ শতাংশ। কিন্তু গত তিন বছর ধরে দেশটির সব রকম আয় বৃদ্ধির ৯৫ শতাংশই পেয়েছে দেশটির সর্বাধিক ধনী হিসেবে বিবেচিত এক শতাংশ মানুষ ।

গত বছর আমেরিকার সর্বাধিক ধনী হিসেবে বিবেচিত এক শতাংশ ধনী পরিবারের আয় ছিল তিন লাখ ৯৪ হাজার ডলারের ওপরে। অন্যদিকে সর্বাধিক ধনী হিসেবে বিবেচিত ১০ শতাংশের আয় ছিলো এক লাখ ১৪ হাজার ডলারের ওপর।

তিন দশক ধরে আয়বৈষম্য বেড়ে যাওয়া আমেরিকার অর্থনীতিতে একটি স্থায়ী বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিন দিন দেশটিতে আয় বৈষম্য আরও বেড়েই চলছে। অর্থনৈতিক মন্দায় আমেরিকার সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে ধনী ব্যক্তিরাই সুবিধা লাভ করে নিজেদের মন্দা ও লোকসানের হাত থেকে রক্ষা করেছে অথচ মধ্যবিত্ত শ্রেণীর লোকজন অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম থেকে তেমন সুবিধা লাভ করতে পারছে না।
সূত্রঃ রেডিও তেহরান


 

নতুন কমেন্ট যুক্ত করুন