মিশরে মুরসি সমর্থকদের বিক্ষোভ, সংঘর্ষ
মিশরে মুরসি সমর্থকদের বিক্ষোভ, সংঘর্ষ
(শুক্রবার) জুমআর নামাযের পর রাজধানী কায়রোয় দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির হাজার হাজার সমর্থক বিক্ষোভ করেন। কায়রোর নাসের সিটিতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সেনা অভ্যুত্থান পরবর্তী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহতদের প্রতি ইঙ্গিত করে বলেন, “আমরা হয় আমাদের অধিকার আদায় করব, নয়তো ওদের মতো জান দেব।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা গত মাসে নাহাদা এবং রাব্বা আল- রাব্বা আদাভিয়ায় নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের ছবিসহ পোস্টার ও পতাকা বহন করেন। নাসের সিটির বিক্ষোভকারীদের প্রহরায় নিয়োজিত ছিল এক ডজনেরও বেশি গাড়ি।
এদিকে,মিশরের অন্যত্র বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন