মসজিদুল আক্বসায় হামলা ও ইস্রাইলি মন্ত্রীর প্রবেশ

মসজিদুল আক্বসায় হামলা ও ইস্রাইলি মন্ত্রীর প্রবেশ


ইস্রাইলের গৃহায়ন মন্ত্রী কিছু উগ্র ঔপনিবেশিক এবং পুলিশের সাহয্যে মসজিদুল আক্বসায় প্রবেশ করে।
টিভি শিয়া রিপোর্টঃ ইস্রাইলের মন্ত্রি বুধবার যোহরের পূর্বে মসজিদুল আক্বসার বাবুল মাগারেবে নামক দরজা দিয়ে প্রবেশ করে এবং মসজিদের বিভিন্ন স্থান দেখার পরে বাবুল সেলসেলা নামক দরজা দিয়ে প্রস্থান করে।
আল আক্বসা ফাউন্ডেশনের লোকেরা এ কর্ম সম্পর্কে নিন্দা জানিয়ে বলেনঃ ১০০ জন ঔপনিবেশিক, ইয়াহুদিদের ধর্মীয়গুরু সহ ধর্মীয় শিক্ষার্থীরা ইস্রাইলি মন্ত্রিকে মসজিদে প্রবেশের জন্য সাহায্যে করে। তারা আরো বলেনঃ উক্ত হামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছিল।

নতুন কমেন্ট যুক্ত করুন