ভেনিযুয়েলার রাষ্ট্রপতি তার দেশের জনগণের উদ্দেশ্যে বলেনঃ সিরিয়ার সাধারণ জনগণের মঙ্গলকামনার্থে রোযা রাখুন।
ভেনিযুয়েলার রাষ্ট্রপতি তার দেশের জনগণের উদ্দেশ্যে বলেনঃ সিরিয়ার সাধারণ জনগণের মঙ্গলকামনার্থে রোযা রাখুন।
টিভি শিয়া রিপোর্টঃ স্প্যানিশ সংবাদ সংস্থা লিখেছে ভেনিযুয়েলার রাষ্ট্রপতি তিনি সিরিয়ায় আমেরিকার হামলা করার সিদ্ধান্তের সমালোচনা করেন এবং সিরিয়ার জনগণের প্রতি সহানুভুতির বহিঃপ্রকাশ স্বরূপ তার জনগণকে রোযা রাখতে বলেন।
ভেনিযুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদভিরভ তার বক্তব্যে আমেরিকার প্রতি জনগণের এই প্রতিক্রিয়া প্রতি লক্ষ্য রেখে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেনঃ আমার দেশের জনগণ কখনই উক্ত বিষয়টিকে অর্থাৎ সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদী কর্তৃত্বকে মেনে নিবে না। আমরা কখনই মেনে নিব না যে, এই দেশের কোন কর্মকর্তা তা তাদের অধিকার বলে মনে করবে এবং তাদের ধারণাকে সারা পৃথিবীর আরোপ করবে।
প্রায় দুই সপ্তাহ পূর্বে সিরিয়ায় দামেস্ক এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় বোমা বিষ্ফোড়িত হয় যার কারণে বেশ কিছু লোক নিহত এবং বেশ কিছু লোক আহত হয় উক্ত ঘটনাটিতে রাসায়নিক অস্ত্র দ্বারা হামলা করা হয় বলে মনে করা হচ্ছে এবং এই গণহত্যার জন্য এই দেশের রাষ্ট্রপতি বাশার আসাদকে দায়ী করা হয়েছে।
কিছুদিন পূর্বে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন সিদ্ধান্ত নেয় যে তারা সিরিয়াতে আক্রমণ করবে কিন্তু পরে উক্ত দুই দেশের হ্যাঁ সূচক তেমন কেন সাড়া না পাওয়ায় আমেরিকা এখন নিজেই এই হামলার পক্ষপাতিত্ব করে যাচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন