পাকিস্থানে বিশ্ব হিজাব দিবস
পাকিস্থানে বিশ্ব হিজাব দিবস
টিভি শিয়া রিপোর্টঃ পাকিস্থানের বিভিন্ন শহরে বিশ্ব হিজাব দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দলের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানটি পাকিস্থানের ইসলামী জামায়াত পার্টির নারী সদস্যদের উদ্যেগে আয়োজিত হয়। তারা আরো উল্লেখ করেছেন যে, পর্দার প্রচলনের লক্ষে ১লা থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশেব্যাপি উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই দিনগুলোতে তারা বিভিন্ন শহর সমূহ যেমনঃ ইসলামাবাদ, করাচি, রাওয়াল পিন্ডিতে র্যা লি বের করে। তারা ইন্টার ন্যাশনাল কমিউনিটির কাছে দাবী রাখে যে ইউরোপের যেসব দেশ সমূহে পর্দা সম্পর্কে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে তা যেন উঠিয়ে নেয়া হয়।
তারা আরো উল্লেখ করে যে, পর্দার কথা শুধু পবিত্র কোরঅোনের কথা না বরং তাওরাত এবং ইন্জিলেও পর্দার কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমাদের দ্বৈত নীতি রাজনীতিবিদরা উক্ত বিষয়ের সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে, পর্দা একজন নারীর মৌলিক অধিকার।
এই দিনগুলোতে তারা বিভিন্ন শহর সমূহে ব্যানার, প্লেকার্ড এর ব্যাবহার করেছে যাতে পর্দার করার জন্য বিশেষভাবে তাকিদ করার কথা লিখা ছিল। বিশেষ করে উক্ত দেশটির রাজধানী ইসলামাবাদে এই র্যা লির বেশ প্রভাব ছিল। বিষয়টি দেশটিতে বিভিন্ন দেশী এবং বিদেশী মিডিয়ার বিশেষ নজর কাড়ে।
টিভি শিয়া রিপোর্টঃ পাকিস্থানের বিভিন্ন শহরে বিশ্ব হিজাব দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দলের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানটি পাকিস্থানের ইসলামী জামায়াত পার্টির নারী সদস্যদের উদ্যেগে আয়োজিত হয়। তারা আরো উল্লেখ করেছেন যে, পর্দার প্রচলনের লক্ষে ১লা থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশেব্যাপি উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই দিনগুলোতে তারা বিভিন্ন শহর সমূহ যেমনঃ ইসলামাবাদ, করাচি, রাওয়াল পিন্ডিতে র্যা লি বের করে। তারা ইন্টার ন্যাশনাল কমিউনিটির কাছে দাবী রাখে যে ইউরোপের যেসব দেশ সমূহে পর্দা সম্পর্কে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে তা যেন উঠিয়ে নেয়া হয়।
তারা আরো উল্লেখ করে যে, পর্দার কথা শুধু পবিত্র কোরঅোনের কথা না বরং তাওরাত এবং ইন্জিলেও পর্দার কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমাদের দ্বৈত নীতি রাজনীতিবিদরা উক্ত বিষয়ের সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে, পর্দা একজন নারীর মৌলিক অধিকার।
এই দিনগুলোতে তারা বিভিন্ন শহর সমূহে ব্যানার, প্লেকার্ড এর ব্যাবহার করেছে যাতে পর্দার করার জন্য বিশেষভাবে তাকিদ করার কথা লিখা ছিল। বিশেষ করে উক্ত দেশটির রাজধানী ইসলামাবাদে এই র্যা লির বেশ প্রভাব ছিল। বিষয়টি দেশটিতে বিভিন্ন দেশী এবং বিদেশী মিডিয়ার বিশেষ নজর কাড়ে।
নতুন কমেন্ট যুক্ত করুন