হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত -৯

হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত -৯

হজরত কুমাইলের জন্যে ইমাম আলী (আ.) এর ওসিয়ত -৯
হে কুমাইল! ইমামদের (আ.) অনুমতি ছাড়া কোন যুদ্ধই সংগঠিত হবে না। ইমাম যদি শ্রেষ্ঠত্বের অধিকারী না হয় তাহলে তার পিছনে নামাজ পড়াতে কোন ফজিলত নেই।
হে কুমাইল! এই দ্বীন, আল্লাহ তায়ালার দ্বীন। আল্লাহ তায়ালার প্রেরিত নবী, রাসূল অথবা ওসি (উত্তরাধিকারী) ব্যতীত কারও নিকট থেকে দীনের জন্য সংগ্রাম গ্রহণ করা হবে না।
হে কুমাইল! নবী, রাসূল এবং ইমামদের (আ.) মাধ্যমে মুসলমানদের নেতা নির্ধারণ করা হয়। মুসলমানদের নেতাকে যদি অন্য মাধ্যমে নির্ধারণ করা হয়, তাহলে সমাজের মধ্যে বিদয়াত অনুপ্রবেশ করবে। নিশ্চয় আল্লাহ তায়ালা ভালো কর্ম, পরহেজগারদের নিকট থেকে গ্রহণ করেন।
হে কুমাইল! মহান আল্লাহ অতিশয় দয়ালু, করুণাময় ও সহনশীল। আল্লাহ আমাদেরকে তার গুণাবলী অর্জন করতে বলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন আমরা যেন তার বৈশিষ্ট্য ও গুণাবলী নিজের মধ্যে বাস্তবায়ন করি এবং অন্যদেরকেও তার গুণাবলি অর্জন করতে নির্দেশ দেই। সুতরাং আমরা এই দায়িত্ব পালন করেছি এবং কোন প্রকার বিচ্যুতি ও মুনাফেকি ছাড়াই তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কোন প্রকার সন্দেহ ছাড়াই আল্লাহর ঐশী বিধানকে সত্তায়ন করেছি এবং কোন সংশয় ছাড়াই তা মেনে নিয়েছি।
সূত্রঃ ইন্টারনেট

 

নতুন কমেন্ট যুক্ত করুন