জুমআ'র রাত্রির ফজিলত -৩
জুমআ'র রাত্রির ফজিলত -৩
হযরত ইমাম সাদিক (আ.) ইরশাদ করছেনঃ
জুমআ'র রাত্রিতে গুনাহ করা থেকে দূরে থাক কেননা জুম্মার রাত্রিতে গুনাহ শাস্তি অনেক বেশী , যেইরুপ সৎ কর্মসমূহ সাওয়াব কয়েকগুণ বেশী ; যদি কেউ জুমআ'র রাত্রিতে পাপ করা ছেড়ে দেয় , তাহলে মহান আল্লাহ্ তার অতিতের গুনাহ সমূহকে মাফ করে দিবেন এবং তাকে বলা হবেঃ তোমার কর্মকে পুনরায় শুরু কর ! এবং যদি কেউ জুমআ'র রাত্রিতে গুনাহ করবে , এবং আল্লাহ্র কথার অমান্য করবে , মহান আল্লাহ্ তাকে তার বয়সের সমস্ত পাপের আজাব প্রদান করবেন এবং জুমআ'র রাত্রিতে তার পাপের আজাব কয়েক বরাবর হবে।
- « اجْتَنِبُوا الْمَعَاصِيَ لَيْلَةَ الْجُمُعَةِ فَإِنَّ السَّيِّئَةَ مُضَاعَفَةٌ وَ الْحَسَنَةَ مُضَاعَفَةٌ وَ مَنْ تَرَكَ مَعْصِيَةَ اللَّهِ لَيْلَةَ الْجُمُعَةِ غَفَرَ اللَّهُ لَهُ كُلَّ مَا سَلَفَ فِيهِ وَ قِيلَ لَهُ اسْتَأْنِفِ الْعَمَلَ وَ مَنْ بَارَزَ اللَّهَ لَيْلَةَ الْجُمُعَةِ بِمَعْصِيَتِهِ أَخَذَهُ اللَّهُ عَزَّ وَ جَلَّ بِكُلِّ مَا عَمِلَ فِي عُمُرِهِ وَ ضَاعَفَ عَلَيْهِ الْعَذَابَ بِهَذِهِ الْمَعْصِيَة »
বিহারুল আনোয়ারঃ ৮৬/ ২৮৩ , ২য় অধ্যায় , হাদিস নং ২৮ ; মুস্তাদরেকুল ওয়াসায়েলঃ ৬/ ৭৩ , ৩৬ নং অধ্যায় , হাদিস নং ৬৪৭০।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন