মীমাংসা হচ্ছে বন্ধুত্বের চাবি-১
মীমাংসা হচ্ছে বন্ধুত্বের চাবি-১
যখন মানুষ জানতে পারবে যে, সে তার জীবনের গত হয়ে যাওয়া দিনগুলোতে আল্লাহকে সঠিক ভাবে চিনতে পারেনি এবং যে পবিত্র সত্ত্বা তাকে সকল প্রকার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামত দান করেছেন তার শুকুর আদায় করতে অবহেলা করেছে। জানতে পারবে যে, সে আল্লাহর দেয়া নেয়ামতের গুরুত্বকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে নি। যা তার দুনিয়া ও আখিরাতের কল্যাণের দরজা খুলতে সাহায্য করতে পারত চিনতে পারে নি। আল্লাহর দেয়া নেয়ামতসমূহকে অন্যায় পথে ব্যয় করেছে। যার ফলে বহু সগিরা ও কবিরা গুনাহে লিপ্ত হয়েছে এবং চরম ক্ষতির শিকার হয়েছে। যার কারণে তার জীবনে অভ্যন্তরীণ ও বাহ্যিক শয়তান ও নফসের দাসত্বের চিহ্ন প্রকাশিত হয়েছে। তার অতীত জীবনের সকল অন্যায়, মূর্খতা, অবহেলা, গোনাহ, অপমানজনক, লজ্জাষ্কর ও কলঙ্কিত কাজের ক্ষতিপূরণের জন্য মহান আল্লাহর দরবারে তাকে তওবা এবং রোনাজারি করতে হবে। তাহলেই তার জীবনের সোনালী সূর্য উদিত হবে।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন