নেয়ামতের পরিপূর্ণতা -৩
নেয়ামতের পরিপূর্ণতা -৩
গোসল ও তায়াম্মুমের প্রভাবও ঠিক এইরুপ পবিত্রতা হতে , এমন পবিত্রতা যা মহান আল্লাহ্র নির্দেশে অনুষ্ঠিত হয় বুঝা যায় । এর ভিক্তি , ওযু, গোসল ও তায়াম্মুম , অতঃপর নামাজ ও ইবাদতে প্রবেশ করা সবার জন্যে অর্জন হবে কুরআনের বাণী অনুযায়ী হক অবদান ( নেয়ামত ) তার জন্যে শেষ হয়েছেঃ
এবং আয়াতের শেষে নামাজ ও পবিত্রতা সম্পর্কে পড়বঃ
« ... ما يُريدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَ لكِنْ يُريدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ »
আল্লাহ্ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না ; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর । সূরা মায়েদা-৬।
আয়াতের এই অংশ দ্বারা বুঝা যায় যে নেয়ামত পূর্ণ হওয়া মানুষের জন্যে যা আধ্যাত্মিক বিষয়াদি , এবং আল্লাহ্র নির্দেশকে কাজে লাগানো , ও সঠিক আকিদাহ ও উত্তম চরিত্রয় আছে।
সূত্রঃ আনসারীয়ারেন তথ্যকেন্দ্র
নতুন কমেন্ট যুক্ত করুন