দোয়ার গুরুত্ব -২
দোয়ার গুরুত্ব -২
আল্লাহ্ ব্যতীত কেউ বান্দার নিকটতম নেই। তিনিই নিকটতম আছেন যে মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মায়ের রেহেমে প্রতিপালন করা হয়েছে এবং মায়ের রেহেম হতে এই পৃথিবীতে প্রেরণ করেন এবং এই পৃথিবীতে, বস্তুবাদী ও আধ্যাত্মিক দস্তরখান এই নবজাত অতিথির জন্য নিজের কেরামত মাধ্যমে বিস্তারিত করেছেন এবং তাকে পৃথিবী ও আখেরাতের সৌভাগ্য জন্য আম্বিয়াকে তার হেদায়াতের জন্য নির্বাচন করেছন ও অতুলনীয় নেয়ামত যেমন কুরআন, মাসুমিন (আ.) তার জন্য নিযুক্ত করেছেন এবং তার পিপাসার ব্যথাকে পরিস্কার পানির মাধ্যমে চিকিৎসা করেছেন ও তার ক্ষুধার্তর জ্বালাকে উপযোগী খাদ্যর মাধ্যমে ক্ষুধার্তকে মিতিয়েছেন।
তার রোগের চিকিৎসা করেন। তার নির্জনতাকে স্ত্রী, সন্তান ও বন্ধুরা পূরণ করে। তার উলঙ্গকে বিভিন্ন পোশাকের মাধ্যমে ঢাকবে। তারা ভালবাসকে হৃদয় সমূহে গড়েতুলবে। তার সমস্ত বিপদ আপদকে সহজ করে দিবে। তার সুস্থতাকে অব্যাহত রাখবে। তার মান সন্মান বৃদ্ধি করবে এবং এই সমস্ত জিনিষ আল্লাহ্ ব্যতীত কেঁউ পারবে না তার জন্য ব্যবস্থা করতে এবং কে আল্লাহ্ মহান তার সমস্ত হাজাত ও প্রয়োজনীয়তা হতে সজাগ আছেন ?
হ্যা, তিনি সবকিছু হতে মানুষের নিকটতম। কুরআন পাকে এরশাদ হচ্ছেঃ
"وَ لَقَدْ خَلَقْنَا الْإِنْسانَ وَ نَعْلَمُ ما تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَ نَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَريد"
আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি।আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তি।সূরা ক্বাফ আয়াত নং ১৬
সূত্রঃ আনসারীয়ানের তথ্য কেন্দ্র
নতুন কমেন্ট যুক্ত করুন